ঘরের মাঠে রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল জুভেন্টাস। তবে তাকে ছাড়া সুবিধা করে উঠতে পারেনি দলটি। বার্সেলোনার কাছে ০-২ গোলের ব্যবধানে হেরে গেছে জুভেন্টাস। বার্সার হয়ে গোল করেছেন উসমান দেম্বেলে ও লিওনেল মেসি।
অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। দুর্দান্ত আক্রমণে খেলার দ্বিতীয় মিনিটেই গোলের সম্ভবনা ছিল বার্সার। তবে সদ্য জুভেন্টাস ছেড়ে বার্সায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচের দুর্দান্ত জুভে গোলরক্ষক ফিরিয়ে দেয়। কিন্তু ফেরানো বলটায় পেয়ে যান অ্যান্তোনিও গ্রিজম্যান। গোলমুখে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন গ্রিজম্যান। তবে গোল পোস্টে লেগে ফিরে আসে বল।
বার্সাকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে এক গোল করেন দেম্বেলে।
ম্যাচের ৩০ মিনিটে বল জালিয়ে জড়িয়েছিল জুভেন্টাসও। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির পর আরও একবার বল জালে জড়ালেও ভিএআরে সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।
৮৫ মিনিটে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা মেরিহ দেমিরাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে। তারপর ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস।
ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সাকে পেনাল্টি উপহার দেয় তুরিনের ওল্ড লেডিরা। ওই সময় ফেদেরিকো বক্সের মধ্যে ফাউল করেন আনসু ফাতিকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি এবং ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
আনন্দবাজার/টি এস পি




