শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

জানা যায়, আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন ৫০ বছর বয়সী ইনফান্তিনো। গত কয়েকদিনে যারা ইনফান্তিনোর সংস্পর্শে এসেছেন তাদেরও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ২৬৩ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭১ হাজার ২৮৮ জনে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ৫৭ বছর পর ফাইনালে মুখোমুখি ইন্টার-জুভেন্টাস

সংবাদটি শেয়ার করুন