ঢাকা | রবিবার
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

অবশেষে কাটতে যাচ্ছে সাকিব আল হাসানের সেই নিষেধাজ্ঞা। ২০১৯ সালের ২৯ অক্টোবর আইসিসি কর্তৃক দুই বছরের জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ক্রিকেটে ফেরায় অপেক্ষা আর মাত্র ২৪ ঘন্টা। বুধবার (২৮ অক্টোবর) নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে অংশ নিতে আর কোনো বাঁধা থাকছে না এ অলরাউন্ডারের।

জুয়াড়ির দেয়া প্রস্তাবে আইসিসির কাছে গোপন রাখার কারণে এই নিষেধাজ্ঞার সন্মূখীন হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইসিসি দুর্নীতি দমন আইনের লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকারও করেছিলেন তিনি। আইসিসি জানিয়েছিল, ২০১৮ সালেই চার মাসে তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তবে কোনোবারই তা জানাননি আইসিসিকে।

২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও তা আইসিসির কাছে চেপে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন