ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিগ ব্যাশে থেকে সরে দাঁড়িয়েছেন ডি ভিলিয়ার্স

চলতি বছরের বিগ ব্যাশ লিগ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। পারিবারিক কারণ ও করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবি। 

২০১৯ সালে ব্রিজবেন হিটের হয়ে বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলেছিলেন ডি ভিলিয়ার্স। সে সময় ছয় ম্যাচে ২৪.৩৩ গড়ে করেছিলেন ১৪৬ রান। এবারও বিধ্বংসী এই ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল ব্রিজবেন। মঙ্গলবার দলের টুইটারে প্রধান কোচ ড্যারেন লেম্যান লিখেছেন, তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। তাই পরিবারের সঙ্গে থাকতে ২০২০ সালের আসরে খেলবেন না তিনি।

ব্রিজবেন হিটের টুইটারে ডি ভিলিয়ার্স লিখেছেন, নতুন সন্তানের আগমন, বড় হতে থাকা পরিবার এবং করোনার কারণে তৈরি হওয়া পরিস্থিতি ও ভ্রমণে অনিশ্চয়তা, সব কিছু মিলে অনিচ্ছা সত্ত্বেও লিগে থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তবে পরিস্থিতি উন্নতি হলে আবারও দলটির হয়ে খেলবো।

এদিকে চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দারুণ সব ইনিংস খেলে যাচ্ছেন তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন