ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্টস কাপের সেরা একাদশ

তিন দল নিয়ে বিসিবির আয়োজিত প্রেসিডেন্টস কাপের মধ্যদিয়ে মাঠে ফিরেছে দেশের ক্রিকেট। টুর্নামেন্টের শুরুর দিকে প্রায় প্রতিটি ম্যাচেই ছিল ব্যাটিং বিপর্যয়। তবে শেষ পর্যন্ত সে সমস্যা পুরোপুরি কাটেনি। টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই হয়েছে লো স্কোরিং। তবুও দেশের ক্রিকেটে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। 

এ টুর্নামেন্টের প্রাপ্তিও কম ছিল না। প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স দিয়েও নজর কেড়েছেন অনেক ক্রিকেটার। নতুনদের সঙ্গে পুরানো অনেক ক্রিকেটারও নতুন করে মেলে ধরেছেন নিজেদেরকে। ক্রিকেটারদের এমন পারফর্ম্যান্স বিবেচনা করে ক্রিকফ্রেঞ্জি বেছে নিয়েছে এই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষনা করেছে বিসিবি।

সেখানে যেমন জায়গা পেয়েছেন শেষ ম্যাচে জ্বলে ওঠা লিটন দাস, অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। তেমনি তরুণ সুমন খান, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুবরাও নিজেদের নতুন করে জানান দিয়েছেন।

প্রেসিডেন্টস কাপের সেরা একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সুমন খান, তৌহিদ হৃদয়।

আনন্দবাজার/এম.কে 

সংবাদটি শেয়ার করুন