ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৭ বছর পর এমিরেটে জয়ের স্বাদ পেল লেস্টার

দীর্ঘ ৪৭ বছর পর আর্সেনালের মাঠ এমিরেটসে জয়ের স্বাদ পেয়েছে লেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে লেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এর আগে ১৯৭৩ সালে সর্বশেষ এমিরেটস স্টেডিয়ামে জিতেছিলো লেস্টার।

এদিন ম্যাচের শুরু থেকেই গোল খেতে বসেছিলো আর্সেনাল। দ্বিতীয় মিনিটে গোলবার ছেড়ে বল মারতে গিয়ে পারেননি আর্সেনালের গোলক্ষরক বার্নড লেনো। এসময় প্রতিপক্ষ খেলোয়াড় জেমস ম্যাডিসন বল পেয়ে গোলমুখে শট নিয়েছিলেন। যদিও বল ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

এরপর চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে লেস্টারের জালে পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলো আলেক্সান্দ্রে লাকাজেট্টি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

কাঙ্খিত গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধে স্কোরলাইনে কোন পরিবর্তন হয়নি। প্রথমার্ধে গোলের উদ্দেশে ১০টি শট নিয়েছিলো আর্সেনাল। অপরদিকে লেস্টার নিয়েছিলো দু’টি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লেস্টারের উপর চাপ সৃষ্টি করে খেলতে শুরু করে আর্সেনাল। তবে লেস্টারের রক্ষণদূর্গ ভাঙ্গতে পরেনি আর্সেনালে। ম্যাচের ৮০তম মিনিটে ম্যাচের জেমি ভার্ডির একমাত্র গোলে এগিয়ে যায় লেস্টার। চেঙ্গিস এ্যান্ডারের বাতাসে ভাসানো ক্রস থেকে হেডে আর্সেনালের জালে বল পাঠান ভার্ডি।

এই জয়ে ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে লেস্টার। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দশম স্থানে আর্সেনাল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন