ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে জাতীয় দল ছাড়লেন পগবা!

২০১৮ সালে ফ্রান্সকে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পল পগবা। সব ঠিক থাকলে ২০২২ সালে কাতার বিশ্বকাপে দলের মধ্যমণি হওয়ার কথা ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলারের। তবে এবার ফ্রান্স জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন পগবা।

এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন বা পগবাও। তবে ‘দি সান’ জানায়, অ্যারাবিক ক্রীড়া ওয়েবসাইটে পগবা তার প্রকাশ্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

‘দি সান’ আরও জানায়, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্য ও কাজ পগবার কাছে নিজের, মুসলিম জাতি এবং তার ধর্ম ইসলামের জন্য অপমানজনক বলে মনে হয়েছে। সেজন্যই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন