ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট কাপের শিরোপা জিতল মাহমুদউল্লাহ একাদশ

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহর দল।

এদিন নাজমুল একাদশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রিয়াদের দল।

লিটন ব্যক্তিগত ৬৮ রানে আউট হয়ে গেলেও ইমরুল ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ। পেসার সুমন খান ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

এর আগে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নাজমুল একাদশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন