শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জুভেন্টাসের টানা পঞ্চম জয়, রোনালদোর ৭০১

ইতালিয়ান সিরি-আ’র লীগে শনিবার (১৯ অক্টোবর) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে বলোনিয়ার বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। প্রতিপক্ষকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় পেল তুরিনের বুড়িরা।

ম্যাচ শুরুতে জুভেন্টাসের পক্ষ থেকে বিশেষ জার্সি উপহার দেয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কয়েকদিন আগেই ক্যারিয়ারে ৭০০তম গোল করেছেন সিআর সেভেন।

গতকাল নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের ১৭তম মিনিটে রোনালদোর ৭০১তম গোলে এগিয়ে যায় জুভিরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে যান রোনালদো। দারুণ ক্ষীপ্রতায় ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এদিকে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস সমর্থকরা। ম্যাচের ২৬তম মিনিটের মাথায় সতীর্থের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ডিফেন্ডার দানিলো লারেনজিইরা।

সেটি বুক দিয়ে নামিয়ে জোরালো কোনাকুনি শটে জালে প্রবেশ করান তিনি। এর পর বিরতির আগ পর্যন্ত আর গোল হয়নি। ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদোর শট একজনের পায়ে লেগে বল পেয়ে যান অরক্ষিত পিয়ানিচ। প্রথম ছোঁয়ায় নিচু শট পোস্ট ঘেঁষে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

অবশেষে বলোনিয়াকে ২-১ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

এই জয়ের পর ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পোক্ত করল তুরিনের দলটি। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্টে বলোনিয়া রয়েছে দ্বাদশ স্থানে। অন্যদিকে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুনঃ  স্টোকসের ভাই-বোনকে হত্যা করেছিল তার মায়ের সাবেক প্রেমিক

আনন্দবাজার/খলিফা

সংবাদটি শেয়ার করুন