ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা জয়ের লক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ-নাজমুল

আজ রবিবার ফাইনালের মধ্য দিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর্দা নামছে। আজ দুপুর দেড়টায় মিরপুরে শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এবং ম্যাচটি দেখা যাবে বিসিবির ফেসবুক পেজেও।

দারুণ খেলার মাধ্যমে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে নাজমুল একাদশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জয়ে আশবাদী দলটি। নাজমুল একাদশের হয়ে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন পেশার তাসকিন আহমেদ।

তিনি বলেছেন, পেসাররা ভাল করেছে, উইকেট থেকে সাহায্য পেয়েছে। কিন্তু সবাই ধারাবাহিক ছিল। ব্যাটসম্যানদেরকে কঠিন সময় দিয়েছে, বিশেষ করে নতুন বলে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ব্যাটসম্যানদের বাজে বল কম দিয়েছে। সবাই বেশ ভাল ইকোনমিক ও উইকেট নিচ্ছেন। নতুন বল, পুরনো বল দুটোতেই ভাল করছে।

পেসারদের সম্ভাবনা কাজে লাগিয়ে শিরোপা জিততে চায় মাহমুদুল্লাহ একাদশও। মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

তিনি বলেছেন, এটা খুব ভাল দিক। সব পেস বোলারই কষ্ট করেছে মহামারির সময়। সেটার ফল পেস বোলাররা খুব ভালোভাবে পাচ্ছে। আর প্রতিযোগিতা থাকা ভাল কারণ একটা পেসার যখন বাংলাদেশ দলে খেলবে। তখন দেখবে তার ব্যাকআপ হিসেবে আরও ভাল ভাল পেসার আছে। তখন তার পারফরম্যান্সও ভিন্ন হবে। এটা আমি উপভোগ করছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন