দীর্ঘ বিরতির পর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দেশের ফুটবল। এ ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। আজ শনিবার ফিটনেস ট্রেনিংয়ে যোগ দেন ১৫ জন ফুটবলার।
এদিন বৃষ্টি উপেক্ষা করে টানা দুই ঘণ্টা রানিং, স্ট্রেচিং এবং উইথ বল অনুশীলন করেছেন ফুটবলাররা। আপাতত বিদেশি কোচিং স্টাফরা না থাকায়, দেশীয় কোচদের অধীনেই চলবে প্রাথমিক অনুশীলন চলছে। প্রথম দিনেই শিষ্যদের ফিটনেসের অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।
ফুয়াদ হাসান হাওলাদার জানান, আমরা প্রথম দিনেই তাদের কিছু টার্গেট দিয়েছি। আর কমবেশি সবাই সেটা পূরণ করেছে। তবে, ফিটনেস যে ভালো কিংবা খারাপ এখনই তা বলা যাবে না। আগামী কয়েক দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। সব শেষে আমরা একটা রিপোর্ট তৈরি করবো।
ফুটবলার রহমত মিয়া বলেন, আল্লাহর রহমতে ফিটনেস টেস্ট খুব ভালোই হয়েছে। অন্যরাও তাদের টার্গেট পূরণ করেছে। তবে, এখনই নিজেকে পূরণ ফিট বলতে পারবো না।
আনন্দবাজার/এম.কে