ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হার-জিত নয়, ফুটবলকে মাঠে ফেরাতে চাই’

মহামারি করোনার কারণে দীর্ঘ বিরতির পর নেপালের বিপক্ষে জাতীয় দলের ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরবে দেশের ফুটবল। আজ শুক্রবার বিকেলে বাড্ডার বেরাইদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাকাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আগামী ১৩ ও ১৭ মার্চ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাজী সালাউদ্দিন বলেন,পরাজয়ের ভয়ে যদি ম্যাচ আয়োজন না করলে তো মাঠে খেলা ফেরানো যাবে না। হার জিত পরের কথা। জিততেও পারি হারতেও পারি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দল দিয়ে করোনাভাইরাসের মধ্য থেকে ফুটবলকে মাঠে আনবো।

বাফুফে প্রধান বলেন, হারার ভয়ে যদি ফুটবলই না খেলি। তাহলে তো বছরের পর বছর পার হয়ে যাবে। তাই আমি সহজ রাস্তা নিলাম। তবে আমাকে যুদ্ধ করতে হবে। হয়তো অনেকেই পছন্দ করবে না, গালি দিবে। সেগুলো বিষয় না। আপনারা ভালো বলেন খারাপ বলেন আমাকে চেষ্টা করতে হবে।

দীর্ঘ বিরতির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পেশাদার ফুটবলাররা। আর এ জন্যই মাঠে খেলা ফিরিয়ে তাদের সাহস দিতে চান বাফুফের সভাপতি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন