যথাযথ স্বাস্ব্যবিধি অনুসরণ করে আগামী ২-৮ নভেম্বর প্যারিস মাস্টার্স অনুষ্ঠিত হবে। আর এ টুর্নামেন্টে খেলার ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। যদিও এর আগে এই টেনিস তারকা বলেছিলেন চলতি বছর আর কোর্টে নামবেন না।
এ মাসের শুরুতে ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ। রোলা গাঁরোর একপেশে ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করে শিরোপা জয় করেন নাদাল।
এক টুইটার বার্তায় রাফায়েল নাদাল প্যারিসের ইনডোর মাস্টার্সে খেলার ঘোষণা দেন। এ সময় নিজেকে ইনডোর অনুশীলনে ব্যস্ত রাখার একটি ছবিও পোস্ট করেন।
ক্যারিয়ারে প্রায় সবকটি টুর্নামেন্টের শিরোপা জয় করলেও প্যারিস মাস্টার্স এখনও জেতা হয়নি নাদালের।
আনন্দবাজার/এম.কে