ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক সংকট পুষিয়ে নিতে প্রাইজমানি কমাবে উয়েফা

মহামারির করোনা কারণে সৃষ্ট আর্থিক সংকট পুষিয়ে নিতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা করেছে উয়েফা। আগামী পাঁচ বছরে জন্য এ পরিকল্পনা নিতে যাচ্ছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে উয়েফা সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই মহামারির  কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে উয়েফা।

টেলিভিশন এবং স্পন্সর স্বত্ব থেকে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। করোনার কারণে গত মৌসুমের নক আউট পর্ব দেরিতে শেষ হওয়ার জন্যই এই ক্ষতি হয়েছে।

প্রতিযোগিতা দুটি গত মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আগস্টের মাঝামাঝিতে আসরটি ফের মাঠে গড়ায়। এ সময় নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নকআউট পর্ব আয়োজন করে উয়েফা। তখন হোম অ্যান্ড অ্যাওয়ের পরিবর্তে সিঙ্গেল লিগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন