ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন জাহানারা ও সালমা

মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে আজ বুধবার সকালে এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন দেশরে এই দুই নারী ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ছয়দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে জাহানারা ও সালমা। আগামী ২৮ অক্টোবর শুরু হবে এ টুর্নামেন্টের প্রস্তুতি। এরপর ৪ নভেম্বর মাঠে গড়াবে নারী আইপিএল। টানা দ্বিতীয়বার ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। আর ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন প্রথমবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে যাওয়া সালমা।

প্রথমবার আইপিএল খেলতে যাওয়ার আগে গতকাল সালমা বলেন, যেহেতু আমি এত বড় একটা আসরে যাচ্ছি, সেহেতু নিজের প্রত্যাশাটা অনেক ভালো করাবো যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। আমি অলরাউন্ডার হিসেবে যাচ্ছি। তাই দুই বিভাগেই ভালো করার চেষ্টা থাকবে।

জাহানারা বলেন, গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও চ্যাম্পিয়ন হতেপারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, গতবারের ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এমন পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে চাইবো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন