আজ রাতেই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড়ে আসর চ্যাম্পিয়নস লিগের ২০২০-২১ মৌসুম। লিগের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে রাতে মাঠে নামবে বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, পিএসজির মতো ক্লাবগুলো।
প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে রাত ১টায় পিএসজির মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানইউ। গত মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি ফারাসি ক্লাবটির। গত ২৩ আগস্টের লিসবন ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। আর সেই পিএসজি এবার গ্রুপ পর্ব খেলবে ম্যানইউ, বুন্দেসলিগার তৃতীয় হওয়া লাইপজিগ এবং তুরস্কের লিগ চ্যাম্পিয়ন বাসাকসেহির সঙ্গে।
রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা আতিথেয়তা দিবে হ্যাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেঙ্কভারোসকে। এই প্রথম মুখোমুখি হচ্ছে দু’দল। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে ছিল কাতালন ক্লাবটি। সর্বশেষ লা লিগায় শনিবার গেতাফের কাছে ১-০ গোলে হেরেছে বার্সা। অপরদিকে জাগরেভের মতো ক্লাবকে পেছনে ফেলে মূল পর্বে উঠে এসেছে হাঙ্গেরির সবচেয়ে সফল ক্লাবটি।
গত মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া লা লিগায় চতুর্থ হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে। আজ লিগের প্রথম ম্যাচে স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি সেভিয়া। আর এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব দুটি। এদিকে আজ বুন্দেসলিগার গত মৌসুমের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দিবে লাৎসিও।
চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনের আরেক ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০:৫৫ মিনিটে কিয়েভে ইউক্রেনের ক্লাব ডায়নামোর মুখোমুখি হবে জুভেন্তাস।
আনন্দবাজার/এম.কে