মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দেয়া স্থাগিত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে এর পরিবর্তে ড্রিম টিম ব্যালন ডি’অর প্রজেক্ট হাতে নিয়েছে বিশ্বব্যপী জনপ্রিয় এই ফরাসি ম্যাগাজিনটি।
প্রতিটি বিভাগে সেরাদের নিয়ে আগামী ১৭ ডিসেম্বর এই ড্রিম টিম ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় এবার ৩০ জন ফরোয়ার্ড নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
গতকাল (সোমবার) প্রকাশিত এই তালিকায় স্থান করে নিয়েছেন ফুটবল ইতিহাসের প্রায় সকল তারকা ফরোয়ার্ডই। যার মধ্যে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও স্ট্যানলি ম্যাথিউসের মত বিশ্বসেরা তারকারা।
ভোটের মাধ্যমেই এই ফরোয়ার্ডদের বেছে নেয়া হয়েছে। এদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে, লেফট, রাইট ও সেন্টার ফরোয়ার্ড। আর প্রতিটি বিভাগে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ১০ জন করে বিশ্বসেরা ফরোয়ার্ড।
রাইট উইং: ডেভিড বেকহ্যাম, জর্জিনহো, জর্জ বেস্ট, কেভিন কিগান, স্যামুয়েল ইতো, স্ট্যানলি ম্যাথিউস, লুইস ফিগো, লিওনেল মেসি, মানে গারিঞ্চা, আরিয়েন রোবেন।
লেফট উইং: ওলেগ ব্লেকহিন, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দ্রাগান দাজিস, রোনালদিনহো, রায়ান গিগস, রুমেনিগে, থিয়েরি অঁরি, রিস্টো স্টোইচকভ।
সেন্টার ফরোয়াডর্: ডেনিস বার্গক্যাম্প, গার্ড মুলার, ইয়োহান ক্রুইফ, রোমারিও, কেনি ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, সানডোর কোচিস, জর্জ উইয়াহ।
আনন্দবাজার/এম.কে