আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে নির্ধারিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় আবাসিক অনুশীলন শিবির এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে বিকেএসপিতে যুব দলের স্কিল ক্যাম্পে ১৫ জনের করোনা উপসর্গের হানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দ্রুতই সে সিদ্ধান্তে যেতে হলো।
জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় শিবির বন্ধ করে তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজও রয়েছেন। তবে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হননি বলেই নিশ্চিত করেছেন যুব দলের ম্যানেজার সজল চৌধুরী।
সজল চৌধুরী বলেন, আমিও পরীক্ষা করিয়েছি। তবে করোনা উপসর্গ থাকায় আইসোলেশনে আছি। কোচ নাভিদ নেওয়াজ ঢাকায় তার জন্য নির্ধারিত বাসায় আইসোলেশনে আছেন। তিনিও নেগেটিভ হয়েছেন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ জানান, পরীক্ষায় তিনজন কভিড পজিটিভ হয়েছে। আক্রান্তদের পাশাপাশি উপসর্গ আছে, এমন ক্রিকেটারদের সবাইকেই বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, আমরা ওদেরকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে (শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন) আইসোলেশনে রেখেছি। ওখানে থাকার ভালো ব্যবস্থাও আছে।
আনন্দবাজার/টি এস পি