ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। এরপর মহামারি করোনার করেণে তা দীর্ঘ সাত মাস ধরে বন্ধ হয়ে আছে। যদিও মাঝে কক্সবাজার ও বিকেএসপিতে পূনরায় খেলা শুরুর গুঞ্জন উঠেছিল। তবে সেটি আর সম্ভব হয়নি করোনা পরিস্থিতির জন্য।

আজ সোমবার (১৯ অক্টোবর) বোর্ড পরিচালক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনও লিগ শুরু নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি। স্থগিত হওয়া লিগ শুরু করার পরিকল্পনা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সিসিডিএম এর সঙ্গে খালেদ মাহমুদকে কাজ করার দায়িত্ব দেয়।

তবে গণমাধ্যমকে সুজন জানান, স্থগিত হওয়া লিগ পূনরায় মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আগামী জানুয়ারিতে করা যায় কী না সেটা নিয়েও আশা দেন তিনি, চলতি বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি।

ডিপিএল পূনরায় শুরু না হলেও নভেম্বরের মাঝামাঝি সময়ে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে ডিপিএলে খেলা প্রায় সব ক্রিকেটারের সুযোগ হবে বলে জানায় সুজন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন