ঢাকা | মঙ্গলবার
১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৯ ডিসেম্বর শুরু দেশের ফুটবলের নতুন মৌসুম

আগামী ১৯ ডিসেম্বর থেকে “ফেডারেশন কাপ” দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ফুটবলের নতুন মৌসুম। ইতোমধ্যে দলবদলের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন মৌসুমের দলবদল।

আজ সোমবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) পেশাদার লিগ কমিটির এক সভায় কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ফুটবল ক্লাবকে এশিয়া থেকে একজনসহ সর্বোচ্চ চারজন বিদেশি ফুটবলারকে নিয়ে দল গঠনের অনুমোদন দেয়া হয় এবং এদের সবাইকে দলের হয়ে একটি ম্যাচে একত্রে খেলতে দেয়া হবে।

এছাড়াও অসন্ন মৌসুমে ক্লাবগুলোকে ফুটবলারদের সাইনিং মানি হিসেবে গত মৌসুমের অর্থের কমপক্ষে ৩৫ শতাংশ পরিশোধ করতে বলা হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন