খুব দ্রুতই বিসিবির নির্বাচক প্যানেলে যুক্ত হতে যাচ্ছে আরও একজন সদস্য। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সাথে দৌড়ে এগিয়ে আছে অভিজ্ঞ আবদুর রাজ্জাক। সেই সাথে আলোচনায় আছেন শাহরিয়ার নাফিসও। দীর্ঘদিন ধরে পদটি ফাঁকা থাকায় শূন্যস্থান পূরণে ব্যাপক তৎপর হয়ে উঠেছে বিসিবি।
জানা গেছে, প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সরে আসার পর থেকেই দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনন। ডিপিএল, এনসিএল অথবা বিসিএল, দুটো ম্যাচ ভেন্যুতে থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করেন এই দুই সাবেক অধিনায়ক।
করোনার মধ্যেই আড়াই মাস আগে এই শূন্য পদে নিয়োগ দিতে প্রক্রিয়া শুরু করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি। তবে তৃতীয় নির্বাচক নিয়োগের কার্যক্রম এতদিন বন্ধ ছিল। এবার মাঠে খেলা ফেরায় দ্রুতই চূড়ান্ত হচ্ছে নান্নু-বাশারদের নতুন সদস্যদের নাম।
তবে মিরপুরে গুঞ্জন রয়েছে জাতীয় দলের নতুন নির্বাচক হতে যাচ্ছেন স্পিনার আবদুর রাজ্জাক। গেল মার্চেও তার সাথে যোগাযোগ করেছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।
এদিকে, আলোচনায় রয়েছে শাহরিয়ার নাফিসও। যদিও এখন পর্যন্ত এই ব্যাটসম্যানের সাথে যোগাযোগ করেনি বোর্ড। এর সাথে নাম আছে নাফিস ইকবালেরও। তবে সাবেক এই ব্যাটসম্যানের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে যেই আসুক না কেন, দ্রুতই পূর্ণাঙ্গ হচ্ছে নির্বাচক প্যানেল তা অনেকটাই নিশ্চিত।
আনন্দবাজার/এইচ এস কে