ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফর যেতে পারে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী বছরের শুরুর দিকে ইংল্যান্ডকে সংক্ষিপ্ত সফর করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানিয়েছে বলে জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

সম্ভাব্য এই সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা বসবে ইসিবি। তবে সবকিছু চূড়ান্ত হয়ে গেলে ২০০৫ সালের পর এটি হবে ইংলিশদের প্রথম পাকিস্তান সফর।

ইসিবি এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ক্রিকেটকে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত ইংল্যান্ড। ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানে সাদা বলের সংক্ষপ্ত এক সফরের নিমন্ত্রণ পেয়েছে ইসিবি।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটাকে আমরা স্বাগত জানাই। এই ব্যাপারে আমরাও সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ। করোনার প্রাদুর্ভাবের কঠিন সময়ে ইংল্যান্ড সফর করছে পাকিস্তান। তাই কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ইসিবি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন