ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গোল করার আকর্ষণ কমেছে মেসির

দলীয় লক্ষ্যের চেয়ে ব্যক্তিগত চাওয়াকে বেশি গুরুত্ব দেওয়ার দুর্নাম কখনোই ছিল না আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির।সাম্প্রতিক সময়ে নিজেকে আরও কিছুটা বদলেছেন বলে দাবি এল এম টেনের।

সম্প্রতি ‘লা গারগানতা পোদেরোসা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের এখনকার ফুটবল ভাবনা জানিয়েছেন লিও মেসি।

বার্সেলোনা অধিনায় জানিয়েছেন, ব্যক্তিগতর চেয়ে দলীয় লক্ষ্যকে এখন আরও প্রাধান্য দিচ্ছি। বিশেষ করে নিজে গোল করার যে একটা নেশা, তা অনেকটাই কাটিয়ে উঠেছি।

বার্সেলোনা কিংবা জাতীয় দল, সব ক্ষেত্রেই এখন একই চাওয়া নিয়ে মাঠে নামেন বলে জানান আর্জেন্টাইন তারকা।

তিনি বলেন, নিজের গোল করার যে আকর্ষণ, তা এখন কিছুটা কমেছে আমার। এখন দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন