ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে তুমুল জনপ্রিয় জন সিনা। সম্প্রতি নতুন জীবন শুরু করেছেন এই মহাতারকা। বিশ্বেজুড়ে তার পরিচিতি থাকলেও একবারেই গোপনে বিয়ের কাজ সেরেছেন সিনা।
যদিও বিয়ের পর প্রথমে এই ঘটনা নিজের মুখে স্বীকার করেননি জন সিনা। তবে স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য ফাঁস হওয়ার পরই এই মহাতারকার বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে এসেছে।
গত বছরের জানুয়ারিতে ৩১ বছর বয়সি কানাডিয়ান নাগরিক শে শারিয়াজদের সাথে ডেট করছিলেন জন সিনা। এর আগেও বেশ কয়েকটি সম্পর্কে ছিলেন জন। তবে সেগুলোর অভিজ্ঞতা ভাল না হওয়ায় এই সম্পর্কের ব্যাপারে প্রথম থেকেই সবকিছু গোপন রেখেছিলেন ডব্লিউডব্লিউই সুপারস্টার।
শারিয়াজদের সাথে সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হোক, সেটা শুরু থেকেই চাইতেন না জন সিনা। আর এজন্য সবার অলক্ষ্যেই বিয়েটা সেরে নিলেন তিনি।
জানা গেছে, গত বুধবার ফ্লোরিডায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে শারিয়াজদেকে বিয়ে করেন জন। এর আগে গত মাসে তাদের আংটিবদল হয়েছিল। আংটিবদলের সময়েই শারিয়াজদেকে রেজিস্ট্রি করার প্রস্তাব দেন জন সিনা।
আনন্দবাজার/এম.কে