রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি

আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম মুখোমুখি হয় ১৯১৪ সালে। ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বীতা যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতাকে অনেক সময় “দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ” বলা হয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। দলটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বছর জেদ্দায় একে অপরের মোকাবেলা করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালেও দেখা হইয়েছিল দুই দলের। সে ম্যাচে আলবিসেলেস্তেদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল।

ম্যাচটির রেফারিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। ম্যাচ শেষে সমালোচনা করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা নেয়ার জন্য ব্রাজিলের দিকে আঙ্গুল তোলেন তিনি। মেসি ক্ষোভের সঙ্গে বলেন,  ব্রাজিলকে শিরোপা জেতাতে সব বন্দোবস্ত করে রেখেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

ফাইনাল ম্যাচে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জেতেন ব্রাজিল। অন্যদিকে কনমেবলের বিরুদ্ধে অভিযোগ করায় আন্তর্জাতিক ফুটবলে ৩ মাস নিষিদ্ধ হতে হয় মেসিকে। সব ঠিক থাকলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়েই একাদশে ফিরতে পারেন মেসি।

আনন্দবাজার/বাবলু

আরও পড়ুনঃ  গোপনে ৫০ পরিবার চালাতেন ম্যারাডোনা

সংবাদটি শেয়ার করুন