ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

আগামী বছরের নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ইতোমধ্যে ফিউচার ট্যুর প্লান প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আর সেখানে বাংলাদেশের মাটিতে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হয়েছে।

আজ বুধবার ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট সূচি প্রকাশ করেছে পিসিবি।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। সে বার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। তার আগে জানুয়ারিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল টাইগাররা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন