মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের ইনিংস থেকে স্থায়ী অবসরে গেলেন জন রিড

নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ জিততে ২৬ বছর সময় লেগেছিল। ১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সেই ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে টেস্ট জিতেছেন জন রিড। আজ বুধবার জীবনের ইনিংস থেকে স্থায়ী অবসরে গেলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯২ বছর ১৩৩ দিন বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জন রিড। ২০১৩ সালে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না তার। এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

জন রিড মোটে ৫৮ টেস্ট খেলেছেন। এর মধ্যে ৩৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। জন রিডের ১০ বছরের নেতৃত্বে নিউজিল্যান্ড জিতেছে ৩ টেস্ট, ড্র করেছে ১৩টিতে। টেস্ট ক্রিকেটে অভিষেকের ২৬ বছর পর ৪৬তম টেস্টে এসে জনের অধিনায়কত্বেই প্রথম জয়ের মুখ দেখেছে ব্ল্যাক ক্যাপসরা।

জন রিড ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইসিসি’র ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আট রাউন্ডে দল পেলেন যারা

সংবাদটি শেয়ার করুন