ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

আগামী ২৪ অক্টোবর ২০২০-২১ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পানিশ লা লিগা এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো সাধারণত লা লিগার সপ্তম রাউন্ডের ম্যাচ যেদিন শেষ হয়, সেদিন হয়ে থাকে। এবারের এল ক্লাসিকো ন্যু ক্যাম্পের দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে স্প্যানিশ দুই জায়ান্ট চ্যাম্পিয়নস লিগের মিশনে নামবে। আগামী ২০ অক্টোবর হাঙ্গেরির ক্লাব ফেরেনভারোসকে প্রথম ম্যাচে আতিথ্য দিবে কাতালানরা। অপরদিকে ইউক্রেনিয়ান জায়ান্ট শাখতার দোনেস্ককে ঘরের মাঠে খেলতে আমন্ত্রণ জানাবে রিয়াল মাদ্রিদ।

এদিকে, চার ম্যাচে রিয়াল মাদ্রিদ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর বার্সেলোনা তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গেল মৌসুমে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

সংবাদটি শেয়ার করুন