ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। আজ মঙ্গলবার পর্তুগাল ফুটবল ফেডারেশনের দেয়া এক বিবৃতিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ক্রিস্তিয়ানো রোনালদোর কোভিড -১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। জাতীয় দলের সঙ্গে প্রশিক্ষণ থাকা অবস্থায় তার দেহে করোনা ধরা পড়েছে।

যদিও বুধবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল রোনালদো। এরই মধ্যে তার দেহে করোনা শনাক্ত হয়েছে। সুতরাং তিনি সুইডেনের মুখোমুখি হবেন না।

তবে রোনালদোর শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এর আগে তার সতীর্থ পর্তুগালের গোলরক্ষক অ্যান্থনি লোপেজের দেহে করোনা শনাক্ত হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন