মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে ৪৭ ওভারে খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস কাপে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও বাধা দিয়েছে বৃষ্টি। এ জন্যই  ৫০ ওভারের খেলা নেমে এসেছে ৪৭ ওভারে।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় যথাসময়ে খেলা শুরু হওয়ার পর ১টা ৪৬ মিনিটে নামে বৃষ্টি। এজন্যই প্রায় ১ ঘন্টা ৪৪ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। এরপরে অবশ্য আবার খেলা মাঠে গড়িয়েছে।

তবে দীর্ঘ সময় বিরতির কারণে ৫০ ওভারের ওয়ানডে ম্যাচটি এখন হবে ৪৭ ওভার। এর মধ্যে ৩০ মিনিট ইনিংস বিরতি থাকবে।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকেটে ১২ রান ছিল তামিমের দলের। তামিম ইকবাল আউট হওয়ার পর তানজিদ হাসান তামিমের সঙ্গে মাঠে আছেন এনামুল হক বিজয়।

আন্দবাজার/এমে.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৩০ লাখ টাকার পুরস্কার থাকছে প্রেসিডেন্টস কাপে

সংবাদটি শেয়ার করুন