বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ফুটবলে জাপানি সুমাইয়া!

সুমাইয়া মাতসুশিমার জন্ম জাপানে। কিন্তু ২০ বছর বয়সী এ ফুটবলারের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলা। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির নজরে আসে সুমাইয়ার ফুটবল প্রতিভা। এরপরই বাফুফের টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে তাঁকে ফেডারেশনে ডেকে পাঠানো হয়। সুমাইয়াকে জাতীয় দলে সুযোগ দিতে চায় ফেডারেশন।

গত ৮ অক্টোবর বাফুফে ভবনে এসে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে দেখা করে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মাতসুশিমা সুমাইয়া।

তবে আপাতত বয়সভিত্তিক কোনো দলে ট্রায়াল দেওয়ার সুযোগ নেই তার। সরাসরি জাতীয় দলের জন্য ট্রায়াল দিতে হবে সুমাইয়াকে। ট্রায়ালে নিজের ফুটবলশৈলী দেখিয়ে কোচদের মন জয় করতে পারলেই তবে বাংলাদেশে খেলার স্বপ্নপূরণের প্রাথমিক ধাপ সম্পন্ন করবেন জাপানি বংশোদ্ভূত এ নারী ফুটবলার।

সুমাইয়ার মা তমোমি মাতসুশিমা জাপানি। বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। মায়ের কাজের সুবাদে কখনো জাপানে কখনো ঢাকায় থাকতে হয় সুমাইয়াকে। তবে পড়াশোনাটা বাংলাদেশেই করছেন। ছোট বেলায় ভাইয়ের সঙ্গে ফুটবল খেলতেন। এভাবেই ফুটবলের নেশাটা জন্মে তাঁর।  সুমাইয়া ঢাকার সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে ‘এ’লেভেলে পড়াশোনা করছেন। দুই বছর আগে অনুষ্ঠিত হওয়া আন্তঃইংলিশ মিডিয়াম স্কুল টুর্নামেন্টে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। ওই আসরে সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার উঠেছিল সুমাইয়ার হাতে। স্কুলের এই সাফল্যের জোরেই বাংলাদেশের নারী জাতীয় দলে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছে তাকে।

আরও পড়ুনঃ  বৃষ্টির কারণে ৪৭ ওভারে খেলা

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন