শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেখে নিন জাহানারা-সালমাদের আইপিএল দল

সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের পর এবার হতে যাচ্ছে মেয়েদের আইপিএল। উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তথা নারীদের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি দুই নারী ক্রিকেটারসহ সাত বিদেশি অংশ নিচ্ছেন। বাংলাদেশি দুই নারী হলেন জাহানারা আলম ও সালমা খাতুন।

তিন দলের এই টুর্নামেন্টে ট্রেইলব্লেজার্সের হয়ে প্রথমবারের মতো অংশ নিবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সালমা। অপরদিকে টানা দ্বিতীয়বার মতো ভেলোসিটির জার্সিতে মাঠে নামবেন জাহানারা আলম।

আগামী ৪ থেকে ৯ নভেম্বর সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে তিন দল। ফাইনাল মিলে চারটি ম্যাচ হবে।

দেখে নিন মেয়েদের আইপিএলের তিন দল :

সুপারনোভাস : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপত্তু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাতিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা ও মুসকান মালিক।

ট্রেলব্লজার্স : স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন ও কাসভি গৌতম।

ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম ও এম আনাঘা।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন জাহানারা ও সালমা

সংবাদটি শেয়ার করুন