শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নেশন্স লিগে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের বিগ ম্যাচে আজ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায় ফ্রান্সে স্তাদি দি-তে ম্যাচটি শুরু হবে।

নেশন্স লিগে ‘লিগ-এ’ এর ৩ নম্বর গ্রুপে দুই ম্যাচে শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। অপরদিকে শুধু গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সবশেষ ২০১৬ ইউরো ফাইনালে দেখা হচ্ছে দু’দলের। চার বছরেরও বেশি সময় পর স্মৃতি বিজড়িত মাঠে নেশন্স লীগের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে যাচ্ছে পর্তুগাল।

পরিসংখ্যানে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ৫ ম্যাচে তিন জয় পেয়েছে পর্তুগাল। অপরদিকে টানা ৫ ম্যাচ জিতে ফর্ম দেখাচ্ছে ফ্রান্স। পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের হেড টু হেড রেকর্ডও ভালো। ২৫ ম্যাচে ১৮ জয় ফ্রান্সের। আর পর্তুগালের জয় মাত্র ৬টি। ইউরোর ফাইনাল জেতার আগে টানা ১০ ম্যাচেই হার দেখেছিল পর্তুগিজরা।

এদিকে আরেক ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে পোল্যান্ড। পোল্যান্ডের স্টাডিও এনেরগায় এই ম্যাচটিও শুরু হবে রাত পৌনে ১ টায়।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন