ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল ঢাকায় আসছেন এইচপি দলের কোচ

অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে আগামীকাল (রবিবার) ঢাকায় আসছেন বিসিবির এইচপি দলের কোচ টবি র‌্যাডফোর্ড। যদিও সময় মতো না আসার কারণে টবি র‌্যাডফোর্ডকে ছাড়াই শুরু করতে হয়েছিল হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) প্র্যাকটিস।

এদিকে, বিসিবির “প্রেসিডেন্স কাপে” নাজমুল হোসেন শান্ত’র দলের কোচের দায়িত্বও পেয়েছেন টবি র‌্যাডফোর্ড। এ জন্যই আর দেরি নয়, এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন এই ইংলিশ কোচ। সব কিছু ঠিক থাকলে কাল রবিবার ভোরেই রাজধানীর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গালফ এয়ারের লন্ডন-ঢাকা ফ্লাইটে করেই তিনি ঢাকায় আসছেন। টবি র‌্যাডফোর্ড নিজেও সামাজিক যোগাযেগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘বাংলাদেশ – হেয়ার আই কাম।’

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন