দীর্ঘ ছয় মাস পর ঘরোয়া ওয়ানডে সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রবিবার (১১ অক্টোবার) থেকে মিরপুরে শুরু হচ্ছে প্রেসিডেন্টস কাপ। আর এই সিরিজে পুরস্কারের জন্য ৩০ লাখ টাকা ব্যয় করবে বিসিবি।
এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, রানার্স আপ দল ছাড়াও প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতিযোগিতার সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারকেও দেয়া হবে পুরস্কার।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, এটা আমাদের একটি পরীক্ষামূলক সিরিজ। আসল প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের মতো হবে না। আবার একেবারে প্রস্তুতি ম্যাচের মতো যেন না হয় তাই এটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমাদের বেশ কিছু উদ্যোগও থাকছে।
তিনি বলেন, আমরা খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চাই। এ সিরিজে পুরস্কারের জন্য ৩০ লাখ টাকা ব্যয় করা হবে।টুর্নামেন্টটিতে জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়রা অংশ নিবেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট থমকে যায়। তাই ক্রিকেটকে ধীরে ধীরে মাঠে ফেরাতে এটি বিসিবির ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ।
আনন্দবাজার/এম.কে