ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আসুন মানসিকতার পরিবর্তন করি : মাশরাফি

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিপীড়ন ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে আটকে রেখে গণধর্ষণের বিচার চেয়ে আন্দোলন হচ্ছে সারা দেশে। এতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও দাঁড়িয়েছেন নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে।

সাকিব আল হাসান, মুশফিকুর এবার নারীর প্রতি সম্মান দেখানোর জানলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে মাশরাফি লিখেছেন, আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতার পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন