ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘জেগে ওঠো বাংলাদেশ’

বর্তমানে দেশে আশংকাজনকভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের হার বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই এ সম্পর্কিত নেতিবাচক সংবাদ প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। সম্প্রতি সিলেটের এমসি কলেজে লোমহর্ষক গণধর্ষণ এবং নোয়াখালীতে বর্বর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশব্যাপী ধর্ষণবিরোধী মিছিলে করেছে যুব সমাজ।

এ ঘটনায় চুপ থাকলেন না জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। ধর্ষকদের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন মুশফিক।

আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মুশফিক।

সেখানে তিনি লিখেছেন, আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যে কোনো ধরণের যৌন নির্যাতন কখনোই মেনে নেয়া যাবে না। সমাজে এর কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন