বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন সাবেক কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। নির্বাচিত হওয়ার পর তিনি জনান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সবাইকে এক সঙ্গে নিয়েই কাজ করতে চাই।
বাফুফের নির্বাচনে পুরো প্যানেলে জয়ী হওয়ার কৃতিত্ব ভোটারদের দিয়ে সালাউদ্দিন বলেন, এই জয়ের কৃতিত্ব কেবলমাত্র ভোটারদেরই। কারণ নির্বাচনের আগে অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করেছে।
তবে ভোটের মাধ্যমে এর জবাব পেয়ে গেছেন সমালোচকরা। আমি পুরো প্যানেলের পক্ষ থেকে ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
সাবেক এই কিংবদন্তি ফুটবলার বলেন, গেল ১২ বছর আমরা ফুটবল মাঠে ধরে রাখতে পেরেছি। এই সময়ে কোনো লিগ বাদ পড়েনি। ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত খেলোয়াড় এবং কাউন্সিলররা সমর্থন দেওয়ার কারণেই নিয়মিত খেলা আয়োজন করা সম্ভব হয়েছে।
আনন্দবাজার/এম.কে




