ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলকে ঘিরে সক্রিয় বুকিরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) কলঙ্ক মুক্ত রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবুও যেন চেষ্টায় কমতি থেকেই যাচ্ছে। এমন ক্রোড়পতি লিগ থেকে কিছুতেই বুকিদের নজর সরছে না। যদিও ২০১৩ সালে আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর থেকেই সতর্ক ও সজাগ বিসিসিআই।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৩ তম আসরে ফিক্সিং কাণ্ড ঘটানোর চেষ্টা করছে বুকিরা। তবে সেই কথা বিসিসিআই কর্তাদের কানে এসে পৌঁছে গেছে। এরপর থেকেই আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্তারা।

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং জানান, ইতিমধ্যে বুকিরা একজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছে। অবশ্য সেই ক্রিকেটার সঙ্গে সঙ্গেই বোর্ডের দুর্নীতি দমন শাখার অফিসারদের কথাটা জানিয়েছেন। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সেই ক্রিকেটারের নাম এবং তিনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, সেসব তথ্য গোপন রাখা হয়েছে।

তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। দুবাইতে বুকিদের চক্র আইপিএলে দুর্নীতির সর্বচ্চো চেষ্টা চালাচ্ছে। তবে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্তারা এতটাই সজাগ যে তা সম্ভব হচ্ছে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন