ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো শুরু করেছিল রাজস্থান রয়্যালস। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচে ২০০’র বেশি রান করেছে দলটি। শুধু তাই নয়, বরং দ্বিতীয় ম্যাচে গড়েছে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।
আইপিএলে দুর্দান্ত শুরুর পর মাঝপথে দলীয় শক্তি আরও বৃদ্ধি করতে যাচ্ছে রাজস্থান। কারণ খুব শিগগিরই দলের সঙ্গে যুক্ত হবেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকে রাজস্থানের হয়ে খেলার অনুমতি পেয়ে যাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
এরই মধ্যে নিউজিল্যান্ড থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্টোকস। আজ শনিবার সকালে ইন্সটাগ্রামে বাবা-মায়ের সঙ্গে তোলা একটি ছবি আপলোড দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বিদায়ের ক্ষণ কখনও সহজ নয়।’
দীর্ঘ এই ভ্রমণ শেষে রবিবার ভোরের মধ্যেই আমিরাতে পৌঁছে যাবেন এ অলরাউন্ডার। যেহেতু রাজস্থান রয়্যালসের বেজ ক্যাম্প দুবাইয়ে। তাই সরাসরি সেখানে চলে যাবেন স্টোকস।
এর আগে আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই জাতীয় দল ছেড়ে নিউজিল্যান্ডে পরিবারের কাছে চলে যান স্টোকস। মূলত, তার বাবার ব্রেইন ক্যান্সার হওয়ার কারণেই তড়িঘড়ি করে সেখানে চলে যান স্টোকস।
আনন্দবাজার/এম.কে




