ভারতে অনুষ্ঠিত মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে খেলতে ডাক পেয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। এর আগে গত আসরে প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছিলেন পেসার জাহানারা। তবে এবার তার সঙ্গী হচ্ছেন জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।
বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেন, বিসিসিআই নির্বাচক প্যানেল থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করে আসন্ন আসরের জন্য জাহানারা ও সালমাকে চেয়েছে। সব ঠিক থাকলে তারা ২১ অক্টোবর ঢাকা ছাড়বেন। এর আগে বিসিবির ব্যবস্থাপনায় হবে কোভিড-১৯ টেস্ট।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দলের আসরটি। কাগজে-কলমে উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ হলেও এটি মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত।
আনন্দবাজার/এম.কে