ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম ক্রিকেটারের শরিরে মদ ঢালার ঘটনায় ক্ষমা চাইল এসেক্স

বব উইলিস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল সমারসেট ও এসেক্স। ম্যাচটি ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে শিরোপা ঘরে তুলে এসেক্স। তারপর দলটি লর্ডসের বারান্দায় ট্রফি নিয়ে উল্লাস করে। আর সেখানেই বেধেছে বিপত্তি। একটি ছবিতে দেখা গেছে এসেক্সের মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশির ওপর বিয়ার ঢালছেন তাঁর সতীর্থ অতিরিক্ত উইকেটরক্ষক উইল বাটলম্যান। এই বিষয়টি ভালোভাবে নেয়নি ব্রিটেনের এশিয়ান কমিউনিটি।

পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল সমালোচনা করে বলেন, ‘বেচারা (ফিরোজ খুশি) বারান্দার এক কোনায় দাঁড়িয়ে ছিল। এমনকি নড়তেও পারছিল না। একটা কাজই সে করতে পারত- লাফ দিতে। তার গায়ে কারও অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা- নারকীয় দৃশ্য।’

যদিও এমন ঘটনার পর ক্ষমা চেয়েছে কাউন্টি দল এসেক্স। ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘বহুদিন ধরেই জাতিগত বৈচিত্র্য, আলাদা আলাদা ধর্মের ক্রিকেটাররা খেলছেন দলে। ক্লাব এই জাতিগত বৈচিত্র্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু খেলায় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পার্থক্য নিয়ে খেলোয়াড়দের সচেতন করতে আরও কাজ করতে হবে।’

সমারসেটের বিপক্ষে একাদশে সুযোগ না পেলেও দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি। এর পূর্বে গ্রুপ পর্বে চার ম্যাচে এসেক্সের হয়ে খেলেছেন এই ২১ বছর বয়সী তরুণ। এই ঘটনায় এসেক্স জানান, ব্রিটেনের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর খেলোয়াড়দের আরও সচেতন করার পদক্ষেপ নেবে তারা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন