ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত লিভারপুলের নতুন সাইনিং থিয়াগো

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন লিভারপুলের নতুন সাইনিং করা থিয়াগো আলকান্তারা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। লিভারপুলের দেয়া এক বিবৃতিতে থিয়াগোর করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি গ্রীষ্মে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে অ্যানফিল্ডে পাড়ি জমিয়েছেন থিয়াগো। গত সপ্তাহে চেলসির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে অল রেডসদের জার্সিতে অভিষেকও হয়েছে ২৯ বছর বয়সী স্প্যানিশ তারকা ফুটবলার।

বেশ কিছুদিন ধরেই থিয়াগোর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। এজন্যই তিনি গত সপ্তাহে এএফএল কাপের ম্যাচ খেলতে পারেননি। তার শারীরিক কোনো অসুবিধা নেই এবং আপাতত তিনি সেলফ-আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন