ঘরোয়া ক্রিকেট ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে মাঠে ফেরার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না সালমা-রুমানাদের। আগামী নভেম্বরেই নারীদের ঘরোয়া লিগ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেনস উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
শফিউল আলম বলেন, ভিন্ন কোনো টুর্নামেন্ট নয়, মেয়েদের প্রচলিত জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ থেকে যে কোনো একটি আমরা আয়োজন করবো। তবে কোন লিগটা হবে সেটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। বোর্ডে আমরা নারী ক্রিকেট ফেরানোর বিষয়ে আলোচনা করছি। যদিও এ ব্যাপারে সবাই ইতিবাচক।
তিনি বলেন, নারীদের ঘরোয়া লিগ শুরু হওয়ার আগেই জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেয়া হবে। হেড কোচ ঘরোয়া লিগ দেখে যেন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পান সেটি নিশ্চিত জাতীয় দল গঠনের কাজ।
তিনি আরও বলেন, হোড কোচ চূড়ান্ত করা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। কোচের মতামতের ভিত্তিতে কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেয়া হবে।
আনন্দবাজার/এম.কে