ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফর স্থগিত

অবশেষে শ্রীলঙ্কার দেওয়া কোয়ারেন্টিন শর্ত সমঝোতা না হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত করেছে বিসিবি। আজ সোমবার মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরিস্থিতি ঠিক হলে সিরিজটি পুনঃসূচি করার জন্য শ্রীলঙ্কাকে জানিয়ে দিয়েছে বলে জানান পাপন।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রবিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে এসএলসির ১৪ দিনের আইসোলেশন শর্ত দেওয়ায় আপাতত সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।

এসএলসি জানিয়েছে, নিজ দেশের কোয়ারেন্টিনের শর্ত ভাঙতে পারবে না। এরই জবাবে বিসিবি জানিয়েছে, তাহলে এই মুহূর্তে সফর করা সম্ভব নয়।

বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান বলেন, ওরা যে গাইডলাইন দিয়েছে, সেসব মেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। আমরা আমাদের চাহিদাগুলো ওদের জানিয়েছি। ওদের  দেয়া শর্ত মেনে খেলা সম্ভব নয়। যখন পরিস্থিতি ভালো হবে, যখন কোনো শর্ত থাকবে না, তখন আমরা যাব।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন