অধিনায়ক হিসেবে সফল এক ক্রিকেটারের নাম মাহেন্দ্র সিং ধোনি। শুধুই অধিনায়কই নয়, ব্যাট হাতেও ছিলেন ব্যাপক সফল। সেই সাথে উইকেটরক্ষক হিসেবও সমৃদ্ধ এক ক্যারিয়ার ছিল ধোনির। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের সবটুকু মেলে সফলতা এনে দিয়েছেন ভারতীয় দলকে।
জানা গেছে, ২০০৪ সালে ক্রিকেটের মাঠে অভিষেক হয় ধোনির। এরপর থেকে ২০১৯ পর্যন্ত উইকেটের পেছনে থেকে ৩৫০ ওয়ানডেতে ৪৪৪টি ডিসমিসাল করেছেন এই ক্রিকেটার। এর মধ্যে ৩২১টি ম্যাচ ও ১২৩টি স্ট্যাম্পিং করেছেন তিনি। যা এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসাল।
শুধু ওয়ানডেতেই নয়, টি টোয়েন্টি ফরমেটেও বেশ সফলতা পেয়েছেন এই উইকেটরক্ষক। টি-টোয়েন্টি ক্রিকেটে তার রয়েছে ৯১টি ডিসমিসাল যা ক্রিকেট ইতিহাসের রেকর্ড। কিন্তু বর্তমানে এই রেকর্ড আর ধোনির হাতে নেই। সম্প্রতি তার রেকর্ড ভেঙে দিয়েছেন এক অজি নারী ক্রিকেটার। অস্ট্রেলিয়া নারী দলের উইকেটরক্ষক অ্যালিশা হিলি ছাড়িয়ে গেছেন তার এই রেকর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ধোনিকে টপকে যান এই নারী ক্রিকেটার। তিনি কিউই ব্যাটসম্যান অ্যামি সাতার্থওয়েটকে স্ট্যাম্পিং করেই ছুঁয়েছিলেন ধোনিকে। এরপর লরেন ডাউনকে কট বিহাইন্ড করেই ভাঙেন ধোনির রেকর্ড।
তবে ধোনিকে টপকাতে হিলির লেগেছে ৯৯টি ম্যাচ। অপরদিকে ধোনির এই রেকর্ডটি করেছিলেন ৯৭ ম্যাচ খেলে। ধোনিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডিসমিসালের মালিক হিসেবে রেকর্ডবুকে নিজের নাম লেখালেন এই অজি নারী উইকেটরক্ষক।
আনন্দবাজার/এইচ এস কে