ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিসিবির বিশেষ আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যোষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ মোনাজাত এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করেছে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিশেষ দোয়া ও মোনাজাত ছাড়াও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বেলা ১টার দিকে মিরপুরের ক্রিকেট একাডেমিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এই আয়োজন সম্পন্ন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বোর্ডের একাধিক পরিচালক উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন