ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির শাসনামলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি আরব নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন সাবেক এই অলরাউন্ডার।

আফ্রিদি বলেন, পাকিস্তান সরকার সবসময় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের জন্য তৈরি। মহামারি কোভিড-১৯ এর কারণে চলতি বছরের আইপিএল ভারতে বসেনি। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটির ১৩তম আসর আয়োজন করা হয়েছে। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে খেলতে না পারায় পাকিস্তানের ক্রিকেটাররা বড় সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন আফ্রিদি।

তিনি বলেন, আইপিএল খেলার বিষয়টি বাবর আজমসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ ছিল। এ সবমিলিয়ে আমার মনে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের বড়সড় একটা সুযোগ হাতছাড়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন