ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, কোয়ারেন্টিনে ১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়। আজ রবিবার জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৪তম জন্মদিন উপলক্ষে তিন দিনের (২৪-২৬ সেপ্টেম্বর) এই অনলাইন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজিত এবং দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে ১৫টি দেশের ৭৪জন দাবাড়ু নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের (লঙ্কান বোর্ড) নিয়মিতই যোগাযোগ হচ্ছে। এই সফরটি নিয়ে আমরা খুবই আগ্রহী। তবে ১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়।

একজন খেলোয়াড় যদি ১৪ দিন রুমে থাকে তাহলে হয় না। আমরা তাদের বলেছি, হোটেলে কিছু সুবিধা দিতে। জিম ফ্যাসিলিটিজ, সুইমিংপুল সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমরা একটা বার্তা পাবো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন