চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে সুর মেলালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। মহামারীর করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ইংল্যান্ডের নিচের বিভাগের ক্লাবগুলোর পাশে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দাঁড়ানো উচিত বলে মনে করেন অলরেড বস।
ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের তিন স্তর চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান এবং লিগ টু তদারকি করে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। আর এই তিন বিভাগের ক্লাবগুলো মূলত ম্যাচ ডে-র উপার্জনের ওপর নির্ভর করে থাকে।
এখন কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্রিটেন সরকার। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা আছে। এ কারণেই অক্টোবরের শুরু থেকে সীমিত আকারে মাঠগুলোতে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার পরিকল্পনা গেল সপ্তাহে স্থগিত করেছে দেশটির সরকার।
প্রিমিয়ার লিগে সোমবার (২৮ সেপ্টেম্বর) আর্সেনালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে ক্লপ কঠিন এই সময়ে ছোট ক্লাবগুলোর পাশে দাঁড়াতে বড় দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ক্লপ বলেন, সাধারণত ভালো অবস্থানে থাকা মানুষদের উচিত তুলনামূলক কম ভালো অবস্থানে থাকা মানুষদের সাহায্য করা। আমি ইংলিশ ফুটবলের কাঠামো শতভাগ বুঝতে পারি না। তবে জার্মানিতে বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা ২ আছে, তারা সমস্যাগুলো ভাগ করে নেয় যাতে বিষয়গুলো কিছুটা সহজ হয়ে যায়।
তিনি আরও বলেন, সব ক্লাবের জন্যই সময়টা আসলে সহজ নয়। সরকার এটি নিয়ে কিভাবে চিন্তাভাবনা করছে, তা আমার জানা নেই। তবে আমাদের নিজেদের সাহায্য করার চেষ্টা করা উচিত।
আনন্দবাজার/ এম.কে